হাবরা ১: শিলিগুড়ি মাটিগাড়া থানা এলাকায় অলংকার বিপনী তে প্রতারণা করে হাবরাতে গা ঢাকা, হাবরা থেকে গ্রেপ্তার প্রতারক
মাটিগাড়া থানা এলাকায় একটি অলংকার বিপনিতে কাজ করার সুবাদে, প্রায় ৩৫ লক্ষ টাকা প্রতারণা করে উত্তর 24 পরগনার হাবরাতে তার আত্মীয়র বাড়িতে গা ঢাকা দেয়, শিলিগুড়ি মাটিগাড়া থানার পুলিশ শনিবার সকালে অভিযুক্তকে গ্রেফতার করে ট্রানজিট রিমান্ডে শিলিগুড়ি নিয়ে যায়।