ময়ূরেশ্বর ২: ভ্রাম্যমান চিকিৎসার পরিকাঠামো খতিয়ে দেখতে ষাটপলসা পৌঁছালেন বোলপুর লোকসভা কেন্দ্রের সাংসদ
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ময়ূরেশ্বর দুই নম্বর এলাকায় শুরু হয়েছে ভ্রাম্যমান চিকিৎসা পরিষেবা। আর সেই ভ্রাম্যমান চিকিৎসা পরিষেবা খতিয়ে দেখতে আজ ষাটপলসাই পৌঁছে গেলেন বোলপুর লোকসভা কেন্দ্রের সাংসদ অসিত মাল সহ তার প্রতিনিধিরা। মূলত এই ভ্রাম্যমান চিকিৎসা পৌঁছে যাবে প্রত্যন্ত গ্রামীণ এলাকায় আর সেই পরিষেবা সঠিকভাবে গ্রামীণ এলাকার মানুষ পাচ্ছে কিনা সে বিষয়টি খতিয়ে দেখতে আজ দুপুরে ষাটপলসা পৌঁছালেন বোলপুর লোকসভা কেন্দ্রের সাংসদ অসিত মাল।