অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল একটি ইঞ্জিনভ্যান চালক ঘটনাটি ঘটে রায়দিঘী বিধানসভার মথুরাপুর দু নম্বর ব্লকের দিঘীরপাড় বকুলতলা অঞ্চলের হরিপুর মোড়ে স্থানীয় সূত্রে জানা যায় আজ অর্থাৎ সোমবার দুপুর ১টা নাগাদ একটি ধান বোঝাই ইঞ্জিনভ্যান জুমারঘেরী দিক থেকে মিলন মোড়ের দিকে যাবার উদ্দেশ্যে আসছিল হঠাৎই হরিপুর তেমাথা মোড় থেকে মেনরুটে উঠতে গিয়ে রাস্তা আপডাউন থাকায় হঠাতই নিয়ন্ত্রণ হারিয়ে ইঞ্জিন ভেনটির সামনে পড়শান উঁচু হয়ে গিয়ে ভ্যানচালক পড়ে