বৃহস্পতিবার বেলা বারোটায় পূর্ব বর্ধমান জেলার পুরসা হাসপাতালে ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্র উদ্বোধন হলো। উদ্বোধন করলেন গলসি বিধানসভার বিধায়ক নেপাল ঘুরুই। মূলত যে ধরনের পিছিয়ে পড়া মানুষ হাসপাতালে আসতে পারেন না তাদের বাড়ীতে গিয়ে চিকিৎসা করায় মূল লক্ষ্য। গলসি ১ নম্বর ব্লকের নটা পঞ্চায়েতেই এরকম সুবিধা পাবেন এলাকার মানুষ। রোগীদের যেকোনো পরীক্ষা ও যে কোন চিকিৎসা করার ব্যবস্থা রয়েছে এই শীততাপনিয়ন্ত্রিত ভ্রাম্যমান গাড়ীতে।