নিতুড়িয়া: নিতুড়িয়ার ভস্কো গ্রামে ধান ভর্তি পালই ও খড়ের বাড়িতে আগুন চাঞ্চল্য, দমকলের ইঞ্জিন গিয়ে নেভাল আগুন
পুরুলিয়ার নিতুড়িয়া ব্লকের বড়তোড়িয়ার অদূরে ভস্কো গ্রামের বাসিন্দা বাবুলাল হেমব্রমের খামারে বুধবার দুপুরে ধান ভর্তি খড়ের পালুই এ দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে পরিবারের আত্মীয়রা ও স্থানীয়দের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়ায়।মুহূর্তের মধ্যেই আগুন তার খড়ের বাড়ির একাংশে ছড়িয়ে পড়ে।যার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।খবর পেয়ে রঘুনাথপুর দমকল বিভাগের থেকে একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।ঘন্টা খানেকের চেষ্টায় আগুন নিভিয়ে ফেলা হয়।