শীতে কাপছে পুরুলিয়া।বান্দোয়ানে দেখা গেলো গ্রাউন্ড ফ্রস্ট ।বান্দোয়ান এখন দার্জিলিং এর ঠাণ্ডার অনূভুতি । শনিবার সকাল ৭ নাগাদ বান্দোয়ানের লতাপাড়া গ্রামে ঘাস,খড় গাদা ও পাইপের উপর বরফের আস্তরণ দেখতে পান স্থানীয় গ্রামবাসীরা। এমন ঘটনায় তারা অবাক। লতাপাড়া গ্রামের এক বাসিন্দা ফোনের মাধ্যমে জানান জানান,নিত্যদিনের মতো তিনি সকালবেলায় সবজি ক্ষেতে গিয়েছিলেন।কিন্তু দূর থেকে সাদা সাদা আস্তরণ দেখে তার সন্দেহ হয়।