পুলিশের উপর হামলার ঘটনায় চুঁচুড়া এলাকা থেকে রবিবার সন্ধ্যা ৭ টা নাগাদ ২ যুবককে আটক করল ন্যাজাট থানার পুলিশ গত শুক্রবার ন্যাজাট থানার অন্তর্গত বয়ারমারি এলাকায় সম্পত্তি নিয়ে গন্ডগোল ঝামেলা হচ্ছিল। সেই সময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনার স্থলে পৌঁছানোর পর বেশ কিছু তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা পুলিশকে মারধর করে ও পুলিশের গাড়ি তে ভাঙচুর চালায়। এই ঘটনার পর পুলিশ ইতিমধ্যে নয়জনকে গ্রেফতার করেছে। এই ঘটনার সঙ্গে জড়িত থাকা সন্দেহে আরো দুই যুবককে আটক করল পুলিশ।