করিম পুর ২ নম্বর ব্লকের নারায়ণপুরে নারায়ন পুর ১ গ্রাম পঞ্চায়েতে গ্রাম সভা অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার। ২০২৫ ছাব্বিশ অর্থবছেরর কাজের বিভিন্ন খতিয়ান তুলে ধরা হয় এলাকার মানুষের সামনে, সেই সাথে এলাকার নতুন কি প্রকল্প হবে এবং এলাকার মানুষের বিভিন্ন সমস্যার কথা শোনেন পঞ্চায়েত আধিকারিকরা। উপস্থিত ছিলেন নারায়ণপুর এক নম্বর পঞ্চায়েতের প্রধান সহ নির্বাচিত জনপ্রতিনিধিরা এবং পঞ্চায়েতের আধিকারিক ও কর্মীরা। বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনতে নাগাদ সেই ছবি উঠে এলো।