বুধবার সকাল ১০ টা নাগাদ শীতলখুচি ডাকালিরহাট এলাকায় এক যুবকের বাইকে করে আসার সময় একটি গাছে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারলে ঘটনাস্থলে ওই যুবকের মৃত্যু। জানা গেছে ওই যুবকের নাম মলয় বর্মন (২৪)। তার বাড়ি শীতলখুচি ভাঐয়ার থানা এলাকায়। তিনি পরিযায়ী শ্রমিকের কাজ করেন। গত পুজোর সময় সে বাড়িতে আসে। পরিবার সূত্রে জানা গেছে এদিন তার ভাই মিঠুন বর্মন পরিযায়ী শ্রমিকের অরুণাচল প্রদেশে কাজ করেন।