রবিবার রাত সাড়ে এগারোটা নাগাদ মোটরবাইকের ধাক্কায় গুরুতর জখম হল এক পথচারী। স্বানিয়রা তাকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতলে নিয়ে আসেন। বর্তমানে সেখানে চিকিৎসাধীন তিনি।
ক্যানিং ১: বেলে গাছি মোড়ের কাছে পথ দুর্ঘটনায় গুরুতর জখম এক পথচারী - Canning 1 News