মেয়েদের উৎসাহিত করতে এক দিবসীয় নরেদ্রকাপ মহিলা ফুটবল প্রতিযোগিতা দৌলতপুর ময়দানে।জানা গেছে,আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়।খেলাতে অংশগ্রহণ করে জেলার সাতটি বিধানসভার অন্তর্গত আটটি টিম।মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খেলা চলে।দুপুর দুটো নাগাদ মাঠে খেলা উপভোগ করতে বহু ফুটবল প্রেমী মানুষকে দেখা যায়।সেখানে উপস্থিত থাকতে দেখা যায় সাংগঠনিক জেলা সভাপতি,পুরশুড়া বিধায়ক ও আরামবাগের বিধায়ক সহ বিজেপির একাধিক নেতৃত্বকে।