কৃষি বিভাগের সচেতনই সার, বায়ু দূষণের ভয় উড়িয়ে মঙ্গলকোটের জয়পুর, চানক, মাঠ গোবিন্দপুর সহ একাধিক জায়গায় দেদার নাড়া পোড়ানো চলছে। মঙ্গলবার আনুমানিক সন্ধ্যা ৬টা নাগাদ এমনই দৃশ্য দেখা যায়। সচেতনতা প্রচারের পরেও নাড়া পোড়ানোর প্রবণতা যেন রোধ করা যাচ্ছে না। হার্ভেস্টার যন্ত্রের মাধ্যমে ধান কাটার পরে অবশিষ্ট খড় পুড়িয়ে জমি সাফ করা হচ্ছে। এতে যেমন জমির উর্বরতা হ্রাস পাবে, তেমনি এলাকার বায়ু দূষণ হচ্ছে।