ক্যানিংয়ের থুমকাঠি এলাকা থেকে একটি টোটো চুরির ঘটনা ঘটে সপ্তাহখানেক আগে। এ বিষয়ে ক্যানিং থানায় লিখিত অভিযোগ দায়ের করেন টোটোর মালিক। সেই অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমে শনিবার রাতে জীবনতলা থানা এলাকা থেকে চোরাই টোটো উদ্ধার করেছে ক্যানিং থানার পুলিশ। রবিবার বিকেল চারটে নাগাদ টোটোটিকে টোটোর মালিকের হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।