নারকেল ফাটিয়ে ঢালাই রাস্তা ও ড্রেনের কাজের শিলান্যাস করলেন পুরপ্রধান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম পছন্দের প্রকল্প পাড়ায় সমাধানের মাধ্যমে স্থানীয় বাসিন্দারা ঢালাই রাস্তা,ড্রেন সহ বিভিন্ন কাজের আবেদন জানিয়েছিল। প্রতি বুথে ১০ লক্ষ টাকা বরাদ্দে ইংরেজবাজার পুরসভার ১০ নম্বর ওয়ার্ডে শুক্রবার সকাল সাড়ে ১০টা নাগাদ নারকেল ফাটিয়ে আনুষ্ঠানিকভাবে ঢালাই রাস্তা ও ড্রেনের কাজ, অ্যাম্বুলেন্স পরিষেবার সূচনা করেন।