মর্মান্তিক ঘটনা,রাতের অন্ধকারে পুড়ে শেষ পোল্টির খামার, লক্ষ লক্ষ টাকার ক্ষতির, তদন্তের দাবিতে প্রশাসনের দ্বারস্থ কর্তৃপক্ষ। প্রায় ২১০০ পল্টি মুরগির বাচ্চা পুড়ে মিশে গেছে মাটিতে,ঘটনা বহরমপুরের নিয়ালললিশপাড়ার খিলিপাড়া এলাকায়। কর্তৃপক্ষের দাবি রাত্রি আনুমানিক দুটো নাগাদ আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় চার লক্ষের অধিক টাকা।