উলুবেড়িয়া ২: উলুবেরিয়া দু'নম্বর ব্লক লোকাল কমিটির পক্ষ থেকে কেটোপোল মোড়ে বিক্ষোভ সমাবেশ
উলুবেরিয়া ব্লক ২ নম্বর লোকাল কমিটির পক্ষ থেকে কাজ ও শিক্ষার দাবি দিবসে কেটোপোল মোড়েতে অনুষ্ঠিত হলো বিক্ষোভ সমাবেশ। সোমবার আনুমানিক সাতটা নাগাদ পথসভার মাধ্যমে কাজ এবং শিক্ষার দাবিতে উলুবেরিয়া দু'নম্বর লোকাল কমিটির পক্ষ এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয় কাজ ও শিক্ষার দাবি এবং বিভিন্ন জায়গায় নিয়োগের দাবিতেই বিক্ষোভ সমাবেশ করা হয়