এসআইআর শুনানিতে প্রয়োজনীয় নথি দেখাতে না পারার মানসিক চাপেই মৃত্যু হয়েছে এক ব্যক্তির—এমনই দাবি পরিবার ও স্থানীয়দের। মৃত ব্যক্তির নাম মলিন রায় (৫৬)। তাঁর বাড়ি হলদিবাড়ি ব্লকের উত্তর বড় হলদিবাড়ি গ্রাম পঞ্চায়েতের কৃষি ফার্ম সংলগ্ন এলাকায়। পরিবার সূত্রে জানা যায়, ২০০২ সালের ভোটার তালিকায় মলিন রায়ের নাম না থাকায় এসআইআর শুনানিতে তাঁকে ডাকা হয়। গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত শুনানিতে তিনি প্রয়োজনীয় নথি দেখাতে পারেননি বলে স্থানীয়দের দাবি।