পারিবারিক অশান্তির জেরে আত্মঘাতী হলেন বিজেপি নেতা তথা পঞ্চায়েত সদস্য শোভন ঘড়ুই(২৮)তাঁর বাড়ি খানাকুলের চকচৈতন্য এলাকায়।তিনি খানাকুল ১নং মণ্ডলের সহ-সভাপতি ও পোল ১নং পঞ্চায়েতের সদস্যও ছিলেন।জানা গেছে,শুক্রবার শোভনের সঙ্গে তাঁর স্ত্রীর অশান্তি হয়।ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন শোভন।রাতে শোভনের স্ত্রী ঘরের মধ্যেই তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।পুলিশ দেহ উদ্ধার করে আরামবাগ মেডিক্যালে পাঠায়।শনিবার ময়নাতদন্তের পর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়।