নলহাটি ২: ভগলদিঘী গ্রামের একই পরিবারের পাঁচ পরিযায়ী ফেরিওয়ালাকে আটক করল উড়িষ্যার পুলিশ ,চিন্তিত পরিবার
ভগলদিঘী গ্রামের পাঁচ পরিযায়ী ফেরিওয়ালাকে বাংলাদেশি তকমা লাগিয়ে আটকে রাখার অভিযোগ উড়িষ্যা সরকারের বিরুদ্ধে। গত 29 শে নভেম্বর তাদের আটক করে উড়িষ্যার ভদ্রকের আগরপাড়া থানা। পাঁচ জনকে আটক করে তাদের ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেয়। পাঁচজনই ভগলদিঘী গ্রামের একই পরিবারের সদস্য বলে জানা যায়। তারা দীর্ঘদিন ধরে ওই এলাকায় ফেরিওয়ালার কাজ করে আসছে।