খাস কলকাতায় ফের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। বৃহস্পতিবার দুপুর পৌনে তিনটে নাগাদ বড়বাজারের বনফিল্ড রোড সংলগ্ন একটি রাসায়নিক গুদামে হঠাৎই আগুন লাগে। মুহূর্তের মধ্যেই কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় স্থানীয়দের মধ্যে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গুদামটি থেকে প্রথমে ঘন কালো ধোঁয়া বেরতে দেখেন এলাকাবাসীরা। সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় দমকল বিভাগে।