বেলডাঙা ২: বোম মুর্শিদাবাদ এবং তার পাশাপাশি সাধারণ মানুষের বারতি নিরাপত্তায় কড়া টহলদারি রেজিনগর থানায় এলাকায় পুলিশের
মুর্শিদাবাদ পুলিশ জেলার পুলিশ প্রশাসনের লক্ষ্য এখন একটাই বোম মুক্ত মুর্শিদাবাদ কিভাবে তৈরি করা যায়। মুর্শিদাবাদ পুলিশ জেলার একাধিক থানায় এলাকায় পুলিশের চলছে কড়াটহলদারি.। আজ রেজিনগর থানার পুলিশ প্রশাসনের উদ্যোগে রেজিনগরের একাধিক জায়গায় চলছে কড়া নজরদারি ও জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া।