মালদা জেলার হবিবপুর ব্লকে রাজ্য সরকারের পথশ্রী প্রকল্পে প্রায় ৪৮ লক্ষ টাকা ব্যয়ে এক কিলোমিটার কংক্রিট রাস্তার কাজের শিলান্যাস সম্পন্ন হল। রবিবার হবিবপুরের জাজইল অঞ্চলের ভাবুক বিসিন্দাডাঙ্গা এলাকায় এই রাস্তার কাজের আনুষ্ঠানিক সূচনা হয়।জানা গেছে, জাজইল অঞ্চলের ভাবুক বিসিন্দাডাঙ্গা থেকে প্রায় এক কিলোমিটার দীর্ঘ এই রাস্তা দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় ছিল। অবশেষে সেই দাবি পূরণ হওয়ায় খুশি স্থানীয় মানুষজন