তৃণমূল কর্মী এবং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার অভিযোগ তুলে CPI(M) র বিরুদ্ধে শনিবার বিকেলে কেশপুরের ছুতারগেরিয়া থেকে বসনচক পর্যন্ত প্রতিবাদ মিছিল ও পথসভা করল তৃণমূল নেতৃত্ব। এই দিন এই কর্মসূচিতে কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থক পা মিলিয়েছেন। এই দিন উপস্থিত ছিলেন কেশপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী শিউলি সাহা,এছাড়াও উপস্থিত ছিলেন জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক স্নেহাশীষ চক্রবর্তী সহ একাধিক ব্লক ও জেলা নেতৃত্ব।