রায়না ১: একাধিক ছাত্র-ছাত্রীদের নিয়ে রায়নায় সেভ দা গার্ল চাইল্ড নিয়ে সচেতনতার আয়োজন
গোটা রাজ্যজুড়ে শিশুকন্যা রক্ষার জন্য বিভিন্নভাবেই প্রশাসনিক আধিকারিকরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তারই এক কর্মসূচির আয়োজন করা হলো সেভ দা গার্ল চাইল্ড। এই কর্মসূচিতে আয়োজিত হয়েছে সেহারা বাজার সি কে ইনস্টিটিউশন ও রাধারানী গার্লস হাই স্কুলে। এই কর্মসূচির মধ্যে স্কুলের ছাত্র এবং ছাত্রীদেরকে বিভিন্নভাবেই বোঝানো হয়। এছাড়া বাল্যবিবাহ বন্ধ করতে বিশেষ উদ্যোগ নেয় ব্লক স্বাস্থ্য দপ্তর এবং ব্লকের বিডিও তরফ থেকে। সেহারা বাজার সি কে ইনস্টিটিউশন ও রাধারানী গার্লস