ঘটনাটি ঘটেছে চন্দ্রকোনা থানার মল্লেশ্বরপুর বাবুরবেড় এলাকায় । জানা যায় একটি 10 চাকা ট্রাক ধান বোঝাই করে মেদিনীপুর থেকে চন্দ্রকোনার দিকে আসছিল গভীর রাতে নিয়ন্ত্রণ হারিয়ে রাজ্য সড়কের পাশে থাকা ইলেকট্রিক পোস্টে ধাক্কা মেরে কৃষি জমিতে গিয়ে পড়ে ধান বোঝায় ট্রাকটি। বিকট শব্দ শুনে স্থানীয় মানুষ জন ছুটে এসে ট্রাক থেকে উদ্ধার করে চালক এবং খালাসিকে। আজ সকাল দশটা নাগাদ ট্রাকভর্তি ধান খালি করে ট্রাক টিকে তোলার চেষ্টা করা হয়।