হাড়োয়া: আমাদের পাড়া, আমাদের সমাধান প্রকল্পে গোপালপুর ১ পঞ্চায়েতের 256 নম্বর বুথে ঢালাই রাস্তা নির্মাণ
আমাদের পাড়া, আমাদের সমাধান প্রকল্পে হাড়োয়া ব্লকের গোপালপুর ১ গ্রাম পঞ্চায়েতে ২৫৬ নং বুথের শোভারানী হালদারের বাড়ি হইতে শ্রী রামকৃষ্ণ আশ্রমগামী ঢালাই রাস্তা নির্মাণ করা হলো বৃহস্পতিবার।পাকা রাস্তা হওয়ায় খুশি হয়েছে ওই বুথের সাধারণ মানুষ।তারা ধন্যবাদ জানিয়েছেন বাংলার মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং গোপালপুর ১ নং গ্রাম পঞ্চায়েত প্রধান বিশ্বনাথ সাহা ও ওই বুথের জনপ্রতিনিধি তনুশ্রী নস্কর সাহা কে। এদিন বিকেল চারটে নাগাদ রাস্তা পরিদর্শন করেন