গতকাল রাতে মুর্শিদাবাদ জেলার রাণীনগর থানা এলাকার গোধনপাড়া ঘোষপাড়া এলাকায় রানীনগর থানার পুলিশ হানা দিয়ে একটি বাঁশের বাগান থেকে ১১ টি তাজা সকেট এবং উদ্ধার করেছিল সেই বোম গুলি কোনরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে বোমগুলি গতকাল থেকে আজ অব্দি ঘিরে রেখেছিল রানীনগর থানার পুলিশ তারপরে বোম্বে ডিসপোজাল কর্মীদের খবর দেওয়া হলে কর্মীরা এসে উক্ত ১১ টি বোম নিষ্ক্রিয় করে বলে জানা গিয়েছে তবে এতগুলি বোম কে বা কারা মজুদ করে রেখেছিল কি উদ্দেশ্যে পুরো ঘটনার তদন্তে পুলিশ