পূর্বস্থলী ১: হাট সিমলায় স্ত্রীকে নিয়ে পালানোর আক্রোশে বর্তমান স্বামীর গলায় ধারালো অস্ত্রের কোপ, গ্রেফতার প্রাক্তন স্বামী
স্ত্রী নিয়ে পালিয়ে যাওয়ায় আক্রোশ বশত স্ত্রীর বর্তমান স্বামীর গলায় ধারালো অস্ত্রের কোপ প্রাক্তন স্বামীর। ঘটনায় গ্রেপ্তার অভিযুক্ত। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে পূর্বস্থলী ১ নম্বর ব্লকের সমুদ্রগড়ের হাটসিমলা এলাকায়। বর্তমানে গুরুতর জখম অবস্থায় আহত ওই যুবক সোমনাথ দাস কালনা মহকুমা হসপিটালে চিকিৎসাধীন। এদিন শুক্রবার আহত ওই যুবক তিনি জানান, আমার স্ত্রী তার প্রাক্তন স্বামীর অত্যাচারে তাকে ছেড়ে আমার কাছে চার মাস আগে চলে আসে, আমরা মন্দিরে গিয়ে বিয়েও করি।