বর্ধমান ১: ভাতার থানার বলগোনায় দুটি টোটোর মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক মিষ্টি ব্যবসায়ীর
মৃতের নাম বাসুদেব দাস (৬৭) তার বাড়ি ভাতার থানার বলগোনা গ্রামে।পরিবার সূত্রে জানা গিয়েছে,বলগোনা বাজারে তাঁর নিজের মিষ্টির দোকান আছে,শুক্রবার বেলার দিকে দোকান থেকে টোটোয় করে বাড়ি ফিরছিল,সেই সময় বলগোনা এলাকাতেই একটি টোটো এসে তাদের টোটো কে ধাক্কা মারে,টোটো থেকে ছিটকে পরেন তিনি, সেই সময় বাসুদেব দাসের ওপর দিয়ে একটি বাইক চলে যায়।তাতে তিনি গুরুতর জখম হন। তাকে উদ্ধার করে বর্ধমানের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়,সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাতে মৃত্যু হয়