রাজারহাট: দত্তাবাদে স্বর্ণ ব্যবসায়ী খুন—বিডিও প্রশান্ত বর্মনের আগাম জামিনে পুলিশের আপত্তি, হাইকোর্টে মামলা
দত্তাবাদে স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যা খুনের ঘটনায় রাজগঞ্জের ‘বিতর্কিত’ বিডিও প্রশান্ত বর্মনের আগাম জামিনের বিরুদ্ধে হাই কোর্টে পদক্ষেপ নিল বিধাননগর পুলিশ কমিশনারেট। বারাসত আদালতের দেওয়া জামিনের নির্দেশকে চ্যালেঞ্জ করে মামলার অনুমতিও মিলেছে বলে মঙ্গলবার দুপুর বারোটা নাগাদ কমিশনারেট সূত্রে খবর।