কৈলাশহর: ৭ কেজি শুকনো গাজা সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করে কৈলাসহর থানার পুলিশ
গোপন খবরের ভিত্তিতে গতকাল রাত্রিবেলা কৈলাসহর ডলুগাঁও ৪ নং ওয়ার্ড এলাকা থেকে নীলকান্ত সিনহা নামে গাজা সহ গ্রেপ্তার করে। সেই শুকনো গাজা গুলি, তার বাড়িতে পাচার করার উদ্দেশ্যে মজুদ করে রেখেছিল।