রঘুনাথপুর ২: আমাদের পাড়া আমাদের সমাধানে গোবরান্দা মোড়ে হাইমাস সোলার লাইট বসল, জ্বললো আলো,খুশি এলাকাবাসী
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান । সেই প্রকল্পে বুধবার বিকেলে পুরুলিয়ার রঘুনাথপুর ২ নম্বর ব্লকের মঙ্গলদা মৌতড় গ্রাম পঞ্চায়েতের অন্তরর্গত গোবরান্দা মোড়ে ৩ লক্ষ ১৩হাজার টাকা ব্যয়ে সোলার হাইমাস লাইট বসল। বুধবার সন্ধ্যায় সেই লাইট থেকে জ্বললো আলো। অন্ধকার ঘুচে উপকৃত হলেন এলাকার মানুষজন।