সাঁকরাইল: বন্ধুর সাথে সম্পর্কে টানাপোড়েন, গঙ্গায় ঝাঁক এক যুবকের ঘটনাস্থলে সাঁকরাইল থানার পুলিশ
বন্ধুর সাথে সম্পর্কের টানাপোড়েন।গঙ্গায় ঝাঁপ এক যুবকের।রবীন্দ্রভারতী বিদ্যালয়ের তৃতীয় বর্ষের ওই ছাত্র মোবাইল ভয়েজ ম্যাসেজে জানিয়ে যায় তার বন্ধুকে সে ভালোবাসে।কিন্তু ওই বন্ধুর একটি মেয়ের সাথে সম্পর্ক গড়ে ওঠে।বিয়ের ঠিক হয়।এটা সে মেনে নিতে পারছিলো না।তাই পৃথিবী ছেড়ে চলে যাবার সিদ্ধান্ত নিয়েছে।গতকাল থেকেই নিখোঁজ ওই যুবক।সাকরাইল রাজগঞ্জে গঙ্গার পাড়ে তার জামাকাপড় ও জুতো পাওয়া যায়।এখনো পর্যন্ত নির্দিষ্ট কোনো অভিযোগ দায়ের হয়নি।