উত্তর দিনাজপুর সাফাই কর্মী হরিজন সংগঠনের সদস্যদের সাথে বিধান মঞ্চে সভা করলেন দলিত বন্ধু উন্নয়ন পরিষদ নেতৃত্ব৷ উপস্থিত ছিলেন পরিষদের সভাপতি প্রদীপ বাশফোড়। শনিবার বিকালে প্রদীপ বাশফোড় বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই সাফাই কর্মীদের জন্য একাধিক জনমুখী প্রকল্প নিয়েছেন। সেই সব প্রকল্প নিয়ে আলোচনা করতেই তাদের রায়গঞ্জে আসা। SIR প্রক্রিয়া মিটলে রায়গঞ্জ পুরসভার বেতন সঠিক ভাবে না পাওয়ার সমস্যা দুরীকরনের বিষয়ে তিনি উদ্দোগ গ্রহন করবেন।