তুফানগঞ্জ ১: বিজেপিকে ইঁদুরের গর্ত থেকে বের হতে দেওয়া যাবে না, ঢালাই করে দিতে হবে, দেওচড়াই মোড়ে বললেন জেলা সভাপতি
বৃহস্পতিবার বিকেলে দেওচড়াই মোড় এলাকায় উন্নয়নের পাঁচালীর উদ্বোধন করতে আসেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি অভিজিৎ দে ভৌমিক। অন্যান্যদের মধ্যে ছিলেন জেলা পরিষদের সদস্য শৈলেন বর্মা, জেলা সাধারণ সম্পাদক রাজেশতন্ত্রী, আইনটিটি ইউ সির জেলা সভাপতি রাজেন্দ্র বৈদ, পঞ্চায়েত সমিতির সভাপতি জগদীশ বর্মন , ব্লক তৃণমূলের সভাপতি সিদ্ধার্থ মন্ডল সহ একঝাঁক তৃণমূলের নেতৃত্ব। সেখানে বক্তব্য দিতে গিয়ে বিজেপি কে এমনই কড়া ভাষায় আক্রমণ করেন জেলা সভাপতি।