মুর্শিদাবাদ জেলার বড়ঞা থানার রুহিনা গ্রামে এক কিশোরীর ঝুলন্ত দেহ উদ্ধার। পুলিশ জানিয়েছেন মৃতার নাম নাসিমা খাতুন। পরিবার সূত্রে জানা গিয়েছে, সোমবার বিকেলে নাসিমার সঙ্গে তার বোনের বচসা হয়। পরিবারের অভিযোগ, সেই মানসিক চাপে সন্ধ্যায় ঘরের ভিতর গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় ওই কিশোরী। পরে পরিবারের সদস্যরা বড়ঞা থানার পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। মঙ্গলবার দুপুরে ময়নাতদন্ত সম্পন্ন হয়।