কোচবিহার ১: রবিবার পঞ্চবটি হারবাল স্মল ফরেস্টের উদ্বোধন করলেন কোচবিহারের পুলিশ সুপার
রবিবার সকাল সাড়ে দশটা নাগাদ হরিণচড়া সংলগ্ন এলাকায় পঞ্চবটি হারবাল স্মল ফরেস্টের উদ্বোধন করলেন কোচবিহারের পুলিশ সুপার সন্দীপ কাররা, ডি এফ ও,ও ADFO সহ বিশিষ্ট অতিথিবর্গ। এদিন সেখানে বিভিন্ন জরিবুটি র গাছ লাগানো হয়।