বাইক ও ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে মৃত বাইক আরোহী শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর ১ নং ব্লকের দক্ষিণ সাহাপুর এলাকায়? স্থানীয় সূত্রে জানা গিয়েছে বাইক নিয়ে যাওয়ার পথে বাম্পারের সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলায় মৃত্যু হয় বাইক চালকের। মৃত ওই যুবকের নাম সইমুদ্দিন বয়স আনুমানিক ২২ বছর। অ্যাক্সিডেন্ট করে ডাম্পারটি পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা ডাম্পারটিকে আটক করে রাখে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে গোয়ালপোখর থানা