জামুরিয়া: জামুরিয়ায় রাস্তা সংস্কারের দাবিতে তিন গ্রামের বাসিন্দাদের অবরোধ
রাস্তা সংস্কারের দাবিতে তিন গ্রামের বাসিন্দাদের অবরোধ।ইকড়া রেলগেটের কাছে রাস্তার বেহাল অবস্থার প্রতিবাদে মঙ্গলবার দুপুর আড়াইটার সময় ইকড়া, মহীষাবুড়ি ও চণ্ডীপুর গ্রামের বাসিন্দারা রাস্তায় নেমে অবরোধে সামিল হন। জামুড়িয়া থেকে চাকদোলা মোড় পর্যন্ত প্রধান রাস্তা অবরুদ্ধ করে বিক্ষোভ দেখান তাঁরা। গ্রামবাসীদের অভিযোগ, বহুদিন ধরে ইকড়া–স্টেশন রুটের রাস্তা সংস্কারের দাবি জানালেও প্রশাসন শুধু আশ্বাস দিয়েছে, কাজ হয়নি। স্পষ্ট পদক্ষেপ না নিলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশ