ডায়মন্ডহারবার ১: ডায়মন হারবার থানার আইসি এবং মেজ বাবু বিদায় সংবর্ধনা দিল ডায়মন্ড হারবার প্রেস কর্নারের সাংবাদিকরা
দক্ষিণ ২৪ পরগনা ডায়মন্ড হারবার পুলিশ জেলার ডায়মন্ড হারবার থানা আইসি এবং মেজ বাবু বদলি হয়ে অন্যত্র যাচ্ছেন যাবার আগে বিদায় সংবর্ধনা দিল ডায়মন্ড হারবার প্রেস কর্নারের সাংবাদিকরা , একদিকে ডায়মন্ড হারবার অ্যাডিশনাল এসপি মিথুন কুমার দেব অন্যত্র চলে যাচ্ছেন পাশাপাশি ডায়মন্ড হারবার থানার আইসিও মেজ বাবু অন্যত্র যাওয়ার আগে সাংবাদিকদের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা দেওয়া হয় মঙ্গলবার দিন।