দেগঙ্গা: দেগঙ্গার চৌরাশি গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে মোবাইল চোর সন্দেহে এক ব্যক্তিকে আটক করল পুলিশ
মোবাইল চুরি সন্দেহে এক ব্যক্তিকে আটক করল দেগঙ্গা থানার পুলিশ। ধৃতের নাম আব্দুর রশিদ। শুক্রবার রাতে দেগঙ্গা ব্লকের চৌরাশি গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে ওই ব্যক্তিকে পুলিশ আটক করে। ধৃতকে শুক্রবার বেলা সাড়ে দশটা নাগাদ মেডিকেলের জন্য বিশ্বনাথপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গত বেশ কয়েকদিন ধরে দেগঙ্গার বিভিন্ন এলাকা থেকে একের পর এক মোবাইল চুরি গেছে। সবকটি ক্ষেত্রেই দেগঙ্গা থানায় অভিযোগ দায়ের হয়েছে। তদন্তে নেমে পুলিশ আব্দুর রশিদ নামে একজনকে আটক করেছে।