বিজেপির নবনির্বাচিত বীরভূম জেলা সভাপতিকে নলহাটি দলীয় কার্যালয়ে সংবর্ধনা জানালো নলহাটি বিজেপির নেতৃত্বরা। আজ শনিবার বেলা ১২টা নাগাদ বিজেপির নলহাটি দলীয় কার্যালয়ে নবনির্বাচিত বিজেপির বীরভূম জেলা সভাপতি উদয় শঙ্কর ব্যানার্জিকে সংবর্ধনা জানালো নলহাটির বিজেপি নেতৃত্বরা। ফুলের তোড়া ও মালা পরিয়ে জানানো হয় সংবর্ধনা, এবং করানো হয় নবনির্বাচিত সভাপতি কে মিষ্টিমুখ। উপস্থিত ছিলেন বিজেপির প্রাক্তন বীরভূম জেলা সভাপতি ধ্রুব সাহা রাজ্য কমিটির সদস্য বিপ্লব ওঝা।