গোপীবল্লভপুর ১: জয় জোহার মেলার তৃতীয় দিনে রক্তের সংকট মেটাতে গোপীবল্লভপুর ব্লকের অডিটোরিয়ামে হল রক্তদান শিবির,উপস্থিত বিডিও
ব্লাড ব্যাংকে রক্তের প্রয়োজন মেটাতে জয় জোহার মেলার তৃতীয় দিনে রক্তদান শিবিরের আয়োজন করল গোপীবল্লভপুর ১ নম্বর ব্লক ও পঞ্চায়েত সমিতি। সোমবার ব্লকের অডিটরিয়ামে হয় এই রক্তদান শিবির। রক্ত সংগ্রহ করে গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালের ব্লাড সেন্টার।এদিন প্রথমে ব্লকের বিডিও প্রসুন কুমার প্রামানিক রক্তদান শিবিরের সুচনা করেন। এলাকার বহু যুবকের পাশাপাশি রক্তদান করেন বিডিওর নিরাপত্তারক্ষী ইন্দ্রজিৎ মাহাত, ব্লক প্রশাসনের কর্মী সমীর দাস সহ ব্লকের কর্মীরা।