বিক্ষোভে অংশগ্রহণকারী সংগঠনের কর্মী ও সমর্থকেরা হাতে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলেন। তাঁদের অভিযোগ, সাম্প্রতিক সময়ে একের পর এক হিন্দু সমাজের উপর আঘাত নেমে আসছে, কিন্তু প্রশাসনের তরফে পর্যাপ্ত কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। দিপু দাস হত্যাকাণ্ডের দ্রুত তদন্ত ও দোষীদের গ্রেপ্তারের পাশাপাশি বিভিন্ন মঠ-মন্দিরে ভাঙচুরের ঘটনার পিছনে যারা জড়িত, তাদের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপের দাবিও জানান বিক্ষোভকারীরা।