পশ্চিমবঙ্গের গ্রামীণ ও শহরাঞ্চলের রাস্তার সার্বিক উন্নয়নের লক্ষ্যে বৃহস্পতিবার পথশ্রী প্রকল্পের চতুর্থ পর্যায়ে মোট ২০ হাজার কিলোমিটার রাস্তার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষ্ণনগর থেকে ভার্চুয়াল মাধ্যমেই এই বিশাল প্রকল্পের সূচনা করেন তিনি,রাজ্যজুড়ে আজ যে রাস্তা নির্মাণের কাজের উদ্বোধন করা হয়েছে, তার মধ্যে মালদা জেলার হবিবপুর ব্লকের মোট আটটি রাস্তা অন্তর্ভুক্ত রয়েছে।