কেশিয়ারি: আমন ধান কাটার মরশুমে ট্রাক্টর ও হারভেস্টার মালিকদের নিয়ে বিশেষ বৈঠক প্রশাসনের
আমন ধান কাটার শুরু হয়েছে। আর এই ধান কাটার ফলে হারভেস্টার ও ট্রাক্টর রাস্তায় উপর দিয়ে চলাচল করলে রাস্তা দুর্ঘটনা কবলিত হয়ে ওঠে। রাস্তায় পড়ে থাকে কাদা যার ফলে যে কোন মুহূর্তে ঘটতে পারে দুর্ঘটনা। দুর্ঘটনা এড়াতে ট্রাক্টর ও হারভেস্টার মালিকদের নিয়ে কেশিয়াড়িতে বিশেষ বৈঠক করলো পুলিশ ও ব্লক প্রশ্বাসন। কাদা হওয়া রাস্তা পরিষ্কার করতে হবে নিজেদের দায়িত্বে এমনই নির্দেশিকা দেওয়া হয়।