শীতের আমেজ আর বইয়ের পাতার গন্ধ— দুইয়ে মিলেমিশে একাকার বহরমপুর। গতকালই বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন হয়েছে মুর্শিদাবাদ জেলা বইমেলার। আর আজ, মঙ্গলবার মেলার দ্বিতীয় দিনেই ছবিটা বুঝিয়ে দিল কেন এই জেলাকে আজও সংস্কৃতির পীঠস্থান বলা হয়। এদিন বিকেল গড়াতেই বহরমপুরের ঐতিহাসিক ব্যারাক স্কোয়ার ময়দানে বইপ্রেমীদের ঢল নামে। বিভিন্ন স্টলে স্টলে পছন্দের বই খুঁজতে দেখা গেল সব বয়সের পাঠকদের।