বালি-জগাছা: হাওড়ার সালকিয়া কৈবর্ত পাড়ায় ফ্ল্যাটের মধ্যে রহস্যজনকভাবে খুন হন এক ব্যক্তি পুলিশ ঘটনা দুজনকে আটক করেছে
হাওড়ার সালকিয়া কৈবর্ত পাড়ায় ফ্ল্যাটের মধ্যে রহস্যজনকভাবে খুন হন এক ব্যক্তি। সোমবার সকাল আনুমানিক ১০:৩০ নাগাদ ওই ফ্ল্যাটে মালিক মেঝোতে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন তা নিয়ে বাসিন্দারা তারপর তারা খবর দেন মালিপাঁচঘড়া থানার পুলিশকে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করেছে এবং এই ঘটনায় দুজনকে আটক করেছে মালীপাঁচঘড়া থানার পুলিশ