সরকারি মূল্যে ধান বিক্রি করতে এসে হয়রানির শিকার চাষিরা।প্রতিবাদে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান চাষিরা।মঙ্গলবার দুপুরে ইসলামপুরের শ্রীকৃষ্ণপুর এলাকায় রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন চাষিরা।চাষিদের অভিযোগ যে গতকাল মহিলা দলের তরফ থেকে আমাদের জানানো হয়েছিল তারা ধান কিনবেন।তাই আমরা বেশকয়েকজন চাষি শক্তিসংঘ মহিলা দলের কাছে ধান বিক্রির জন্য ভুটভুটিতে করে ধান নিয়ে আসি।কিন্তু ধান আনার পর তারা বলছেন তারা ধান কিনবেন না।এখন আমরা কি করবো দুই হাজার টাকা ভু