রানিগঞ্জ: রানীগঞ্জের শিশু বাগান ও বাংলা এলাকায় অবস্থিত দুটি ব্যস্ত বাসস্ট্যান্ডের এখন বেহাল দশা
রানীগঞ্জের শিশু বাগান ও বাংলা এলাকায় অবস্থিত দুটি ব্যস্ত বাসস্ট্যান্ডের এখন বেহাল দশা। তৎকালীন বিধায়ক সোহরাব আলীর বিধায়ক নিধি থেকে নির্মিত এই বাসস্ট্যান্ডগুলির ফলস সিলিং ভেঙে পড়েছে, লাইট থাকলেও জ্বলে না, চারপাশ নোংরায় ভরে রয়েছে এবং নিয়মিত সাফাই হয় না। রাতের বেলায় সেখানে অসামাজিক কর্মকাণ্ড, আড্ডা ও মদ্যপানের অভিযোগ উঠছে, যা এলাকার শান্তি-শৃঙ্খলার জন্য বিপজ্জনক বলে দাবি করেন স্থানীয়রা।